শেরপুর সদর আসনের এমপি সংসদের হুইপ ও জেলা আওয়ামীলীগের সভাপতি আতিউর রহমান আতিক করোনায় আক্রান্ত। শুক্রবার দুপুরে এ সংক্রান্ত ফলাফল হাতে আসে বলে নিশ্চিত করেছেন জেলা আওয়ামীগ সাধারন সম্পাদক এড.চন্দন কুমার পাল।
সূত্র জানায়,গত মঙ্গলবার তিনি শেরপুর থেকে ঢাকা যাওয়ার পর শরীরে জ্বর অনুভব করেন। বুধবার সংসদ ভবনের করোনা ল্যাবে নমুনা দিলে শুক্রবার করোনা সংক্রান্ত এই ফলাফল আসে। শরীরে জ্বর ও সামান্য গলা ব্যাথা ছাড়া তিনি সুস্থ আছেন। বর্তমানে তিনি সরকারি ন্যাম ভবনের সরকারি বাসায় আইসোলেশনে আছেন। আগামিকাল হুইপ আতিক ঢাকার আনোয়ার খান মর্ডান হাসপাতালে ভর্তি হবেন বলে জানা গেছে। গত ১৭মার্চ বাংলাদেশে প্রথম করোনা সনাক্ত হওয়ার পর হুইপ আতিক ২১ সেপ্টেম্বর মঙ্গলবার পর্যন্ত নির্বাচনী এলাকায় ৯৩ দিন অবস্থান করেছেন। এসময় তিনি দলীয় নেতাকর্মী নিয়ে শেরপুরের সর্বত্র করোনা সচেতনেতা সৃষ্টিসহ ত্রাণ কার্য পরিচালনা করেন। মাসখানেক আগেও তার করোনা পরীক্ষার ফলাফল নৈতিবাচক আসে। এড.চন্দন কুমার পাল জানিয়েছেন হুইপ আতিক মানুষিক ভাবে শক্ত আছেন। হুইপ আতিক ও তার পরিবার সকলের কাছে দোয়া চেয়েছেন।
Leave a Reply