হে প্রিয় জননেত্রী, জনগণের আশার প্রদ্বীপ।
হৃদয় নিংড়ানো সবটুকু ভালোবাসা আজ তোমার জন্য,
আমরা ধন্য।
এই সোনার বাংলায় আমাদের জন্ম।
তোমায় ছায়াতলে,তোমার আশা নিয়ে জয় করতে চাই বিশ্বভূবণ।
তুমি অতি আপন,আপনার চেয়েও আপন।
নিঃশ্ব হয়েও করেছো বিশ্বজয়,
তোমার নেই কোনো ভয়।
আসুক মহাপ্রলয়।
শতোজনমের স্নেহভরা কোমল হৃদয়ের তুমি,
তোমার স্পর্শে জেগে ওঠে প্রাণ শস্যশ্যামল ভূমি।
এই বাংলার মাঠঘাট সবুজ প্রান্তর সব খানে জড়ানো তোমার ছায়া,
তোমার আঁচল তলায় সুখের পরশ হয়তো আমাদের পাওয়া।
“জন্ম হলো রাজকাননে, রাজকন্যা তো বটে,
রাজার বেটি শেখা হাসিনা
ঘুমিয়েছে সুখের খাটে”
হঠাৎ এলো ঝড়, কেড়ে নিলো
সুখের ঘর,
তবুও তিনি হয়নি এই বাংলার কারো পর।
তোমার মিষ্টি মুখে সুখের হাসি
বড্ড ভালোবাসি,
তোমার কাছে অনেক চাওয়া
ওগো প্রেয়সী।
তুমি প্রেমময়ী, তুমি জননী, তুমি
বাংলার আশা,
তুমি দুঃখীর সঙ্গী, তুমি বেকারের বাহুতে বল, তুমি অ,আ, ক,খ ভাষা।
তুমি বিশ্বকে এনেছো বাংলায়,
বাংলাকে উড়িয়েছো বিশ্ব ছায়ায়।
হে মহতি, মহান তুমি সৃষ্টিকর্তার উপহার,
পেয়েছি আমরা তোমাকে তাই
আর নেই কিছু চাওয়ার।
Leave a Reply