শেরপুরের ঝিনাইগাতীতে প্রতিবন্দী নারী (৩০) কে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে, ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলার নলকুড়া ইউনিয়নের উত্তর ডেফলাই গ্রামে।
জানা গেছে, এক সন্তানের জননী স্বামী পরিত্যাক্তা কৃষক পরিবারের ওই প্রতিবন্দী নারী বাবার বাড়ীতেই থাকতো। মঙ্গলবার বিকাল ৫ টায় ওই নারী বাড়ির পিছনে ধান ক্ষেতের বাতরে গরুর জন্য ঘাস কাটতে গেলে একই গ্রামের বাদশা আলীর ছেলে বিল্লাল হোসেন (৪৫) ওই নারীকে পেছন থেকে এসে মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করে । এসময় ওই নারীর ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে লম্পট বিল্লাল সটকে পরে। পরে ওই নারীর স্বজনরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর ছিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এব্যাপারে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।
Leave a Reply