লাল শাপলা ফুলের অপরূপ সৌন্দর্যে ভরে উঠেছে কেশবপুর উপজেলা পরিষদের পুকুর। পাতার ফাঁকে ফাঁকে আবির রাঙ্গানো রূপের মোহনভঙ্গিমা সাজিয়ে বসেছে যেন। উপজেলা পরিষদে সেবা নিতে আসা মানুষ লাল শাপলা ফুলের ওই অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে পড়ছেন। আবার অনেকেই স্মৃতির মণিকোঠায় ধরে রাখার জন্য ছবিও তুলছেন।
ওই পুকুর পাড়ে অবস্থিত উপজেলা নির্বাচন ও খামার বাড়ির অফিস। এ দুটি অফিসে সেবা নিতে আসা মানুষ লাল শাপলার নয়নাভিরাম দৃশ্য চোখ ভরে দেখতে উপস্থিত হচ্ছেন আগেভাগেই পুকুর পাড়ে। প্রকৃতিপ্রেমীরাও লাল শাপলার রূপ বৈচিত্র দেখে প্রকাশ করছে তাঁদের মুগ্ধতা।
উপজেলার নির্বাচন অফিসে সেবা নিতে আসা তন্ময় নামে এক যুবক ওই পুকুরে ফোটা লাল শাপলার নয়নাভিরাম দৃশ্য দেখে মুগ্ধ হয়ে বলেন, সত্যিই প্রকৃতির এ দৃশ্যে মন ভরে গেলো। শিক্ষার্থীরা সকালে পুকুর পাড়ে উপস্থিত হয়ে মোবাইলে লাল শাপলার সৌন্দর্য ধারণ করেও নিজেদেরকে আনন্দিত করে তুলছে।
উপজেলা নির্বাচন অফিসার বজলুর রশিদ বলেন, তার অফিসের সামনের পুকুরে লাল শাপলা ফুলের দৃশ্য দেখে শিশুরা উৎফুল্ল হয়ে পড়ছে। অফিসে সেবা নিতে আসা মানুষও উপভোগ করছেন ফুলের সৌন্দর্য।
উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা বলেন, তার কোয়ার্টারের পাশে পুকুরে লাল শাপলার সৌন্দর্য খুবই উপভোগ্য হয়ে উঠেছে।।
Leave a Reply