নালিতাবাড়ী প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ী পোড়াগাঁও ইউনিয়নে বুধবার বিকেলে হত দরিদ্রদের জন্য দেওয়া খাদ্য বান্ধব কর্মসুচির সরকারী ২৫ বস্তা চাউল উদ্ধার হয়েছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, পোড়াগাঁও ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসুচির ২ জন ডিলার যথারীতি কার্ডধারীদের মাঝে চাউল বিতরণ করে আসছেন। বুধবার দুপুরে অত্র ইউনিয়নের বেকিকুড়া আশ্রায়ন কেন্দ্রের হতদরিদ্র প্রতিবন্ধী ইব্রাহিমের কাছে তিন বস্তা সরকারী চাউল পাওয়া যায়।
এরই সুত্র ধরে ওই আশ্রায়ন কেন্দ্রে গণমাধ্যমকর্মী ও স্থানীয়দের অনুসন্ধানে ইব্রাহিমের রান্নাঘরে তালাবদ্ধ অবস্থায় আরো ১৮ বস্তা চাউল মজুদ থাকতে দেখা যায়।
বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর আলম মাসুম কে অবহিত করা হয়। পরে খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পোড়াগাঁও ইউপি চেয়ারম্যান আজাদ মিয়া ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় ওই ঘরের তালা ভেঙ্গে খাদ্য বান্ধব কর্মসুচির সরকারী ১৮ বস্তা চাউল উদ্ধার করেন। একই সময়ে সমশ্চুড়া এলাকা থেকে আরো ৪ বস্তা চাউল উদ্ধার করা হয়।
ইব্রাহিম খলিল বলেন-আবুল কালাম নামে একজন ফরিয়া তাকে বস্তা প্রতি ১০/২০ টাকা দিয়ে সরকারী এই চাউল ক্রয় করিয়ে আসছেন দীর্ঘদিন ধরে। এর আগেও দিনি কালামকে ভিজিডির চাউল ক্রয় করে দিয়েছেন বলে শিকার করেন।
খাদ্যবান্ধব কর্মসুচির পোড়াগাঁও ইউনিয়নের ডিলার জয়ন্তি মারাক সরকারী চাউল কেনা বেচার ব্যাপারে অস্বীকার করেন।
সাবেক ডিলার বন্ধনা চাম্বু গং বলেন-এখানে কোনো চাউল কেনা বেচা হয়নি। এই ইউনিয়নের অনেক স্বচ্ছল ব্যক্তিরাও হত দরিদ্র কার্ড পেয়েছেন। এই লোকগুলো ডিলার পয়েন্ট থেকে চাউল ক্রয় করে বাড়িতে নিয়ে গিয়ে বিক্্ির করে দিচ্ছেন। উপযুক্ত ব্যক্তিরা কার্ড না পাওয়ায় এমন সমস্যা শোনা যাচ্ছে।
চেয়ারম্যান আজাদ মিয়া বলেন- হতদরিদ্রদের দেওয়া ১০ টাকা কেজির এই চাল সিন্ডিকেটের হাতে চলে যাচ্ছে। এর আগেও এই ইউনিয়নের একজন ডিলার পরিবর্তন হয়েছেন। বিষয়টি সঠিকভাবে যাচাই বাছাই করে প্রকৃত রহস্য উদঘাটনের জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করেন তিনি এবং এই ঘটনার সঠিক বিচার দাবি করেন।
Leave a Reply