যশোরের কেশবপুরে বুধবার রাতে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকা সন্দেহে ওই গৃহবধূর স্বামীকে আটক করেছে।
উপজেলার পাঁচবাকাবর্শী গ্রামের সাইফুল ইসলাম ওরফে মনা পারিবারিক কলহের জেরে স্ত্রী বৃষ্টি খাতুনকে (২০) বাড়িতে গলা কেটে হত্যা করেছে বলে ধারণা করছে এলাকাবাসী।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দিন বলেন, স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে স্বামী সাইফুল ইসলামকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে থানায় হত্যা মামলা করেছেন। ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।।
Leave a Reply