গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন শেরপুরের শ্রীবরদী পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আলমগীর হোসেন। চষে বেড়াচ্ছেন পৌর নির্বাচনী এলাকা। ইতোমধ্যে আলোচিত হয়ে ওঠেছেন আলমগীর হোসেন। চায়ের দোকানসহ আড্ডাস্থল গুলোতে আলোচনার ঝড় ওঠছে এই প্রার্থীকে নিয়ে।
পৌরশহরের দর্শনীয় স্থানগুলোতে শোভা পাচ্ছে পোষ্টার, ব্যানার আর বিলবোর্ডে। নির্বাচনকে সামনে রেখে হাট-বাজার, পাড়া-মহল্লার ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন তিনি। দোয়া আর সমর্থন আদায়ে নিরঙ্কুশভাবে কাজ করে যাচ্ছেন। এতে করে আলোচনার কেন্দ্র বিন্দুতে চলে এসেছেন এই প্রার্থী। বিগত নির্বাচনেও তিনি আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তিনি মনোনয়ন না পেলেও দলের মনোনিত প্রার্থীর পক্ষে ভোটের মাঠে কাজ করেছেন। এবারও নৌকা পেতে ব্যাপক তোড়জোড় শুরু করেছেন। এতে পাড়া-মহল্লায় গুঞ্জন ওঠেছে আওয়ামীলীগের নিবেদিত এই নেতাকে নিয়ে। নির্বাচনী এলাকার ভোটাররা মনে করছেন আওয়ামীলীগের মনোনয়ন পেলে মেয়র নির্বাচিত হবেন আলমগীর। গণসংযোগের সময় কথা হলে তিনি এই প্রতিনিধিকে বলেন, আমি নির্বাচিত হলে পৌরসভাকে একটি জনবান্ধব পৌরসভা গড়ে তুলবো।
Leave a Reply