“পানি সরাও মানুষ বাঁচাও” আন্দোলনের নেতা শিক্ষক নিজাম উদ্দিনের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। যশোরের কেশবপুরে গতকাল শুক্রবার উপজেলার গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মনোজ বসু খেলাঘর আসরের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিক্ষক নিজাম উদ্দিন উপজেলার মাদারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক ছিলেন। পাঁজিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত উপজেলা খেলাঘর আসরের সমাজ কল্যাণ বিভাগের সভাপতি, মনোজ বসু খেলাঘর আসরের উপদেষ্টা ও “পানি সরাও মানুষ বাঁচাও” আন্দোলনের উপজেলার ২৬ বিল পানি নিষ্কাশন কমিটির আহ্বায়ক ছিলেন। বাম রাজনীতির পাশাপাশি কৃষকদের পক্ষে বিলের জলবদ্ধতা নিরসনের দাবিতে ব্যাপক আন্দোলন সংগ্রাম করার কারণে এলাকার মানুষের মাঝে কৃষক বন্ধু হিসেবে পরিচিতি লাভ করেন।
উপজেলার গড়ভাঙ্গার মনোজ বসু খেলাঘর আসরের সভাপতি নাজমুল আলমের সভাপতিত্বে ও গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর পৌরসভার মেয়র এবং পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম। এছাড়া নিজাম উদ্দিনের কর্মময় জীবনের উপর আলোচনা করেন অনুষ্ঠানের প্রধান আলোচক প্রভাষক কানাইলাল ভট্টাচার্য্য, বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কার্তিক সাহা, নিজাম উদ্দিনের সহধর্মিনী রহিমা বেগম, পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য আব্দুল আহাদ আল বাহার, উপজেলা খেলাঘর আসরের সভাপতি আব্দুল মজিদ, সদস্য সচিব সৈয়দ আকমল আলী, গড়ভাঙ্গার মনোজ বসু খেলাঘর আসরের উপদেষ্টা আতিয়ার রহমান, প্রয়াত নিজাম উদ্দিনের পুত্র রবিউল ইসলাম, সিদ্ধার্থ বসু, সুপ্রভাত কুমার বসু ও কবি পার্থ সারথী সরকার। অনুষ্ঠানে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।।
Leave a Reply