নালিতাবাড়ী প্রতিনিধি
শেরপুর জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর অভিযান চালিয়ে নালিতাবাড়ী উপজেলায় ৯০০ পিছ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলার সীমান্ত এলাকা আন্ধারুপাড়া ও সমশ্চুড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।
জানাগেছে,আজ সকালে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর অভিযান চালিয়ে উপজেলার পোঁড়াগাঁও ইউনিয়নের সীমান্ত এলাকার আন্ধারুপাড়া গ্রামে অভিযান চালিয়ে প্রথমে ফজর আলীর সন্তান ফারুখ আহামেদ(৩২)কে ৯০০ পিছ ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজা সহ আটক করা হয়। পরে সমশ্চুড়া গ্রামে অভিযান চালিয়ে মৃত আরফান আলীর সন্তান আবদুল করিম(৫৮)কে ৩০০ গ্রাম গাঁজা সহ আটক করা হয়।
আটককৃতদের মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়।
অভিযান পরিচালনা করেন শেরপুর জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক মশিহুর রহমান,পরিদর্শক এনামুল হক ও উপ পরিদর্শক মোস্তাফিজুর রহমান।
Leave a Reply