শেরপুরে সেনা সদস্য কর্তৃক প্রেমের ফাঁদে ফেলে দশম শ্রেণীর এক শিক্ষার্থীকে(১৪)ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। আজ মঙ্গলবার ভিকটিমের মা ফিরোজা বেগম বাদী হয়ে শেরপুর নারী ও শিশু নির্যাতন আদালতে এই মামলা করেন। মামলা নং ২৮৪।
মামলা সূত্রে জানা গছে,ভিকটিম পৌর শহরের ঢাকলহাটিতে তার পরিবারের সাথে বসবাস করে আসছিল। সে স্থানীয় একটি বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী। বেশ কিছুদিন আগে সদর উপজেলার দিকপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে সেনা সদস্য মোঃ পারভেজ (২৫) এর সাথে মুঠোফোনে পরিচয় হয় ওই কিশোরীর। মুঠোফোনে কথাবার্তার এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ১১ অক্টোবর সেনা সদস্য পারভেজ ওই কিশোরীকে বিয়ের প্রলোভনে বাড়ি থেকে ডেকে নেয় এবং স্বামী-স্ত্রীর পরিচয়ে বিকেল ৩ টায় পৌর শহরের গৌরিপুরে একটি বাড়িতে নিয়ে কিশোরির ইচ্ছার বিরুদ্ধে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। মোঃ পারভেজ যশোর সেনা নিবাসে চাকুরি করেন।এবিষয়ে মামলার বাদী পক্ষের আইনজীবি ও মানবাধীকার কর্মী এড. আলমগীর কিবরিয়া কামরুল বলেন, ভিকটিম দরিদ্র পরিবারে হওয়ায় এই ধর্ষণের বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য একটি মহল কাজ করছে। ভিকটিমের পরিবারটি অসহায়ের মত দ্বারে দ্বারে বিচারের আশায় ঘুরছিল। মামলার বিচারক আলহাজ আখতারুজ্জামান অভিযোগ গ্রহন করে শেরপুর সদর থানাকে মামলা নথিভূক্ত করতে নির্দেশ দিয়েছেন।
Leave a Reply