নাটোর সদর উপজেলার হয়বতপুর হালসা ইউনিয়নের বাগরুম পল্লী সমাজের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যম্পের মাধ্যমে অসহায়দের সেবা দেওয়া হয়। আজ (১৯ অক্টোবর) সকালে সভা প্রধান হোসনে আরার বাগরুম গ্রামের বাড়ীতে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
জানাগেছে,বেসরকারী সংস্থা ব্র্যাকের আওতায় বাগরুম পল্লী সমাজের আয়োজনে গরীব ও অসহায়দের বিনা মুল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চক্ষু পরিক্ষা করা হয়। এবং সুস্থ থাকতে ওজোন,প্রেসার, উচ্চতা, রক্তের গ্রুপিং জানানো সহ বিভিন্ন সেবা দেওয়া হয়। এ ছাড়াও ক্যাম্পে উপস্থিত সকল জনগনকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন এরিয়া ম্যানেজার (এইচএনপিপি) নাটোর সদরের মোছাঃ নাসিরা খাতুন, হয়বতপুর ব্র্যাক অফিসের(পিএ) মোঃ নজরুল ইসলাম ।
সার্বিক ভাবে সহযোগীতা করেছেন নাটোর সদরের (সিইপি) প্রতিনিধি মোছাঃ রোজিনা আক্তার।
Leave a Reply