শুক্রবার (৩০ অক্টোবর) শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারমারী সাধু লিওর খিস্ট্রান ধর্মপল্লীতে রোমান ক্যাথলিক খিষ্ট্রানদের বার্ষিক ফাতেমা রাণীর তীর্থ উৎসব পালিত হবে। খৃষ্টান ধর্মালম্বিদের এই উৎসব প্রতি বছর দুই দিন ব্যাপি মহা ধুমধামে পালিত হলেও করোনা মহামারীর কারণে এবারের তীর্থ উৎসব মাত্র ছয় ঘন্টার মধ্যেই শেষ করতে হবে বলে সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা। প্রতিবছর অক্টোবর মাসের শেষ বৃহস্পতিবার ও শুক্রবার দুইদিনব্যাপী তীর্থ উৎসব পালিত হয়। এবার অনুষ্ঠানসুচী কাটছাট করে স্বাস্থ্যবিধি মেনে মাত্র ছয় ঘন্টা এই উৎসব পালিত হবে বলে জানিয়েছেন তীর্থ উদযাপন কমিটির কো-অর্ডিনেটর রেভারেন্ট ফাদার মনিন্দ্র মাইকেল চিরান । সে অনুযায়ী শুক্রবার তীর্থ উৎসব পালিত হবে।
তীর্থ উদযাপন কমিটির নিরাপত্তা সমন্বয়ক রেভারেন্ট ফাদার ফিদেলিস নেংমিঞ্জা জানান, সরকারীভাবে পাঁচ শত তীর্থযাত্রীর অনুষ্ঠানে অংশ গ্রহন করার অনুমতি পাওয়া গেছে। অনুষ্ঠানসুচী অনুযায়ী শুক্রবার সকাল সাড়ে নয়টায় আলোক শোভাযাত্রা, সাড়ে এগারোটায় খ্রিস্টযোগ, বেলা দুইটায় ব্যক্তিগত প্রার্থনা ও বেলা তিনটায় শেষ আর্শিবাদ অনুষ্ঠিত হবে। তিনি আরো জানান, এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল তীর্থ যাত্রীদের স্বাস্থ্যবিধি মানা এবং মাস্ক পরিধান করা বাধ্যতামূলক করা হয়েছে।
Leave a Reply