নালিতাবাড়ী প্রতিনিধি
বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন শেরপুর জেলা কমিটির কমিটিতে সভাপতি পদে ঝিনাইগাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোকছেদুর রহমান লেবু।
শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় শেরপুর পৌর শহরের আলিশান কমিউনিটি সেন্টারে বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশন শেরপুর জেলা শাখার আয়োজনে মতবিনিময় সভার দ্বিতীয় অধিবেশনে এ কমিটি নির্বাচিত করা হয়।
নব-নির্বাচিত এ কমিটির অনুমোদন দেন বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশন ময়মনসিংহ বিভাগীয় কমিটির সভাপতি ও ময়মনসিংহ সদর উপজেলা চেয়ারম্যান আশরাফ আলী এবং ফুলপুর উপজেলা চেয়ারম্যান ও বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক আতাউল করিম রাসেল।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি ও হালুয়াঘাট উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হাসান সায়েম, শেরপুর সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, নকলা উপজেলা চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, তারাকান্দা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও শেরপুর জেলার পাঁচ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানবৃন্দ।
Leave a Reply