শেরপুরে প্রধান ডাকঘরের জরাজীর্ণ ভবন ভেঙে ৩ তলাবিশিষ্ট নতুন ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকালে শহরের মাধবপুর এলাকায় ওই ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি। ওইসময় তিনি কাজের গুণগত মান ঠিক রাখার তাগিদ দেন।
উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুরের ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল গাজী শাহেদ আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম,হুইপ কন্যা ডাঃ শারমিন রহমান অমি,জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিল, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ ।
জানা যায়, প্রায় ৭ কোটি ৪০ লক্ষ টাকা ব্যয়ে ৫ তলা বিশিষ্ট আধুনিক এই ভবনের তিন তলা পর্যন্ত প্রথম পর্যায়ে করা হবে। ঢাকার ঠিকাদারী প্রতিষ্ঠান আরপি কনস্ট্রাকশন লিমিটেড কাজটি করছে। আগামী ৯ মাসের মধ্যে ভবনটির নির্মাণ কাজ শেষ করার কথা রয়েছে।
Leave a Reply