শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ নভেম্বর বুধবার স্হানীয় মহিলা আদর্শ ডিগ্রি কলেজের হলরুমে এ বর্ধিত সভার আয়োজন করা হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল ও শামীম হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি জয়নাল আবেদীন খান,মোস্তাফিজুর রহমান লেবু, যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ রায়, সাংগঠনিক সম্পাদক জেলা পরিষদ সদস্য আলহাজ নজরুল ইসলাম, হারুন উর রশিদ, কাংশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজিজুল হক ধলু , মালিঝিকান্দা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোজ্জামেল হক,গৌরিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল্লাহ, সদর ইউনিয়ন আওযামীলীগের সভাপতি মো,খলিলুর রহমান, ধানশাইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজিজুর রহমান ময়না প্রমুখ। এ বর্ধিত সভায় উপজেলার ৭ টি ইউনিয়নের ৬৩ ওয়ার্ডের নেতা-কর্মিসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মিরা অংশ গ্রহন করে।
Leave a Reply