নালিতাবাড়ী প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দুইজন ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আজ শনিবার (০৭ নভেম্বর) ভোরে সিমেন্ট বোঝাই ট্রাকে করে ঢাকা থেকে নালিতাবাড়ী আাসার সময় ত্রিশালের তেলের ঘাট এলাকায় অন্য ট্রাকের সাথে সংঘর্ষে চালক ও হেলপার দুজনই নিহত হয়।
নিহতরা হলেন,নালিতাবাড়ী পৌর শহরের সাহাপাড়া মহল্লার ফুল মামুদের সন্তান সুলতান মাহমুদ ফরিদ(৪৩) ও নালিতাবাড়ী ইউনিয়নের শেহড়াতলী বনপাড়া গ্রামের শামসুদ্দিনের সন্তান আবদুর রউফ(৪২)।
জানাগেছে,গত রাতে ঢাকা থেকে ট্রাকে সিমেন্ট বোঝাই করে তারা নালিতাবাড়ীতে আসছিলেন। আজ ভোর ৪ টার সময় তারা ত্রিশালের তেলের ঘাট এলাকায় আসলে অন্য একটি ট্রাক মোড় ঘোড়ার সময় এই ট্রাকটির চালক নিয়ন্ত্রন করতে না পাড়ায় ওই ট্রাকের পিছনে ঢুকে যায়। এতে ট্রাকের সামনের অংশ ভেঙে যায় এবং ঘটনাস্থলেই ফরিদ ও রউফের মৃত্যু হয়।
Leave a Reply