বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক শাহরিয়ার মোহাম্মদ রাহাত খান এর পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল এবং অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে ময়মনসিংহের রেলওয়ে কৃষ্ণচূড়া চত্ত্বরে আলোচনা অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রেজাউল হাসান বাবু, সাবেক যুবলীগ নেতা শেখ মো. কামরুল হাসান, যুবলীগ নেতা শামীম আহম্মদ খোকন,বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি কৃষিবিদ একেএম খায়রুল কবীর, জেলা যুবলীগের সদস্য লুৎফর রহমান যুবরাজ প্রমূখ বক্তব্য রাখেন। এসময় যুবলীগ সদস্য রবিন, যুবলীগ নেতা রাজু সরকার, যুবলীগ নেতা রাসেল সহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক কৃষিবিদ মো. আশরাফুল ইসলাম । আলোচনা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মো. রহমত উল্লাহ। সবশেষে সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করেন অতিথিবৃন্দ।
Leave a Reply