যশোরের কেশবপুরে প্রথম আলো বন্ধুসভার ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে শহরের আমার ক্যাফে রেস্টুরেন্টে স্বাস্থ্যবিধি মেনে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে কেক কাটেন বীর মুক্তিযোদ্ধা মনিমোহন ধর।
এরপর কেশবপুর বন্ধুসভার সভাপতি এস এম শরিফুল ইসলামের সভাপতিত্বে বন্ধুসভার উদ্দেশ্য ও কার্যক্রম নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন কেশবপুর বন্ধুসভার প্রধান উপদেষ্টা ও প্রথম আলোর কেশবপুর প্রতিনিধি দিলীপ মোদক। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কেশবপুর বন্ধুসভার উপদেষ্টা ও বেগমপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন মন্ডল।
এ সময় উপস্থিত ছিলেন বন্ধুসভার সাবেক সভাপতি মনিরুজ্জামান, সহসভাপতি তমা পাল, সাধারণ সম্পাদক দীপ্ত রায় চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক প্রণব পাল, সাংগঠনিক সম্পাদক সুজন দাস, অর্থ সম্পাদক রায়হান, যোগাযোগ সম্পাদক মূর্শিদা আক্তার কেয়া, নারী বিষয়ক সম্পাদক অনিন্দিতা পাল, প্রশিক্ষণ সম্পাদক মহিবুল্লাহ, সাহিত্য সম্পাদক ফরিদা ইয়াসমিন মাধুরী ও সদস্য অমিত সরকার প্রমুখ।
Leave a Reply