নালিতাবাড়ী প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার(১২ নভেম্বর) উপজেলার পাঁচটি ইউনিয়নের ১১০৫ জন কৃষকের মাঝে এই বীজ ও সার বিতরণ করা হয়।
জানাগেছে,২০২০-২০২১ অর্থ বছরে প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে আমন মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি পুনর্বাসন সহায়তা কার্যক্রমের আওতায় উপজেলার পাচঁটি ইউনিয়নে দশহাজার কৃষকদের মাঝে বিনামুল্যে ধান সহ বিভিন্ন সবজি বীজ ও সার বিতরণ করা হবে। তারই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার উপজেলার পাঁচটি ইউনিয়নের ১১০৫ জন কৃষকের মাঝে এই বীজ ও সার বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে এক কেজি সরিষা বীজ,দশ কেজী এমওপি এবং দশ কেজী ডিএপি সার দেওয়া হয়।
এ সময় নালিতাবাড়ী উপজেলা কৃষি অফিসার আলমগীর কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার(ভুমি)সঞ্চিতা বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে বাঘবেড় ইউনিয়নের চেয়ারম্যান আবদুস সবুর,রুপনারায়ন কুড়া ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান ও কৃষি সম্প্রসারণ অফিসার ওয়াসিক রহমান বক্তব্য রাখেন।
Leave a Reply