শেরপুরের ঝিনাইগাতীতে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের নব যোগদানকৃত উপ-পরিচালকের আগমন উপলক্ষে মাসিক সমন্বয় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এ সমন্বয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মোদাব্বের হোসেন। কাজী সেলিম রেজার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সহকারী পরিচালক ডা আসাদুল ইসলাম, শেরপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা শারমিন রহমান অমি, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠ কর্মচারী সমিতির সভাপতি সাজ্জাদুর রহমান।অন্যান্যদের বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা সুস্মিতা দত্ত, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হারুন উর রশীদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার খান শাওন প্রমুখ।
এসভায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সকল দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত সহকারী মাঠকর্মীরা তাদের পরিচয় এবং কর্মএলাকার কাজের বর্ণানা করেন। সবশেষে অতিথিদের হাতে সম্নানা ক্রেষ্ট তুলে দেন।
Leave a Reply