অবিশ্বাস্য হলেও সত্য যে আসামীর সাথে দারোগার কুস্তি হয়েছে। ১৯ নভেম্বর বৃহস্প্রতিবার শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের দুপুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্হানীয়রা জানান, উপজেলার ধানশাইল ইউনিয়নের দুপুরিয়া গ্ৰামের মোজাম্মেল হকের ছেলে রফিকুল ইসলাম ওরফে সাদা চোরার নামে একটি চুরি ও একটি মাদক মামলার ওয়ারেন্ট ছিল। । ১৯ নভেম্বর বৃহস্পতিবার ভোর রাত ৪ টায় থানার এ এস আই আজিজুল ইসলাম , আসামি সাদা মিয়াকে তার বসত বাড়ি থেকে গ্ৰেফতার করতে যান। এসময় আসামি সাদা মিয়া দৌড়ে পালানোর চেষ্টা করে।পিছু নেয় এএসআই আজিজুল ইসলাম।এক পর্যায়ে রাস্তায় উভয়ের মধ্যে কুস্তি শুরু হয়।প্রায় আধঘন্টা সময় ধরে কুস্তি চলাকালে স্থানীয়রা নিরব দর্শকের ভুমিকায় দাড়িয়ে থেকে তাদের কুস্তি অবলোকন করছিল। কিন্তু দারোগা আজিজুল ইসলাম নাছুর বান্দা শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েও সাদা মিয়ার হাতে হেন্ডকাপ পরিয়ে থানায় নিয়ে আসেন। ওই রাতেই সাদা মিয়াকে আদালতে সোপর্দ করা হয়। ঘটনাটি এলাকাবাসীর মধ্যে ব্যাপক জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছে।
Leave a Reply