আমার বাড়ী নালিতা বাড়ী,
জন্মে ছিলাম তাই।
চড়ুই ভাতি খেলছি মোরা,
রাত দুপুরে ভাই।
তাই তো আজও ভূলিনাই,
ভোগাই চড়ের স্মৃতি।
সেই চড়ে খেলছি মোরা
ঘুড্ডি কাটা কাটি।
খেলছি আরও যুদ্ধ যুদ্ধ,
ক্রুলিং করছি কত।
ইটা দিয়ে গ্রেনেট বানিয়ে,
ছুড়ছি কত শত।
জ্যোৎস্না ভরা চাঁদের আলো,
যে দিন থাকতো রাতে,
গোল্লাছুট খেলছি মোরা,
ভোগাই নদীর চড়ে।
ভাদ্র আশ্বিন মাসে,
ভোগাই নদীর জলে,
ভাগনা ঝাউর মেরেছি মোরা,
পা টিপে টিপে।
নদীর জায়গায় নদী আছে,
জলের স্হানে জল,
ভাগনা ঝাউর হারিয়ে গেছে,
দেখিনি এখন।।।
Leave a Reply