শেরপুরের শ্রীবরদী উপজেলার ৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৪৮০ জন কৃষানীর মধ্যে শীতকালীন সবজি বীজ বিতরণ করা হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ শ্রীবরদী এপি’র সহযোগিতায় মঙ্গলবার পৌরশহরের তাতিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হতদরিদ্র উন্নয়ন দলের সদস্যদের মাঝে এসব বীজ বিতরণ করা হয়।
এ উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও শীতকালীন সবজি বীজ বিতরণের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার। উপজেলা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ম্যানেজার প্রকাশ চাম্বুগং এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন দিলদার ও উপজেলা রিসোর্ট সেন্টারের ইন্সট্রাক্টর মনির উদ্দিন, তাতিহাটি ইউপি চেয়ারম্যান আসাদউলাহ বিলাল। ওয়ার্ল্ড ভিশন শ্রীবরদী এপি’র প্রোগ্রাম অফিসার জনপল স্কু’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার ফ্লোরা মাং সাং, হারুনুর রশিদ সহ হতদরিদ্র গ্র্যাজুয়েশন দলের সদসবৃন্দ।
বক্তারা এসব বীজ সঠিকভাবে রোপন ও পরিচর্যার পরামর্শ দেন। এতে হতদরিদ্র কৃষাণীরা নিজেদের সবজির চাহিদা মিটিয়ে বিক্রিও করে আর্থিকভাবে লাভবান হওয়ার পাশিপাশি পুষ্টি ঘাটতি পূরন হবে। এসময় সীম, লাউ, পালং শাক, মুলা ও লালশাকের বীজ বিতরণ করা হয়।
Leave a Reply