নালিতাবাড়ী প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে খেলার মাঠে গরুর হাট ও কাঁচা বাজার সরানোর দাবিতে বুধবার(০২ ডিসেম্বর) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়ামোদি ও কাকরকান্দি ইউনিয়নের জনগনের ব্যনারে উপজেলা পরিষদের সামনের সড়কে এ মানববন্ধন হয়।
জানাগেছে,উপজেলার কাকরকান্দি বাজারের অবস্থিত খেলার মাঠ রয়েছে। এই মাঠে প্রতিবছর বিভিন্ন ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে থাকে। কিন্তু এই মাঠটিতে বাজার কমিটি ও কাকরকান্দি ইউনিয়ন পরিষদের মাধ্যমে ইজারা দেওয়া হয়। ফলে সাপ্তাহিক বাজার হিসাবে প্রতি বুধবার এই খেলার মাঠে গরুর হাট বসে। মাঠটিতে খুঁটি পুঁতে গরু বেঁধে রাখা হয়। এবং গরুর গোবর থাকায় মাঠের পরিবেশ নষ্ট হয়ে পড়ে। এছাড়া মাঠের পূর্ব পাশে জায়গা জুড়ে প্রতিদিন বিকেলে কাঁচা বাজার বসে। এতে মাঠে খেলার উপযোগি কোন পরিবশে থাকে না।
তাই খেলার মাঠ থেকে কাঁচাবাজার এবং গরুর হাট সরানোর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ সভাপতি ক্রীড়াবিদ অসীম দত্ত হাবলু, উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক একে শামসুদ্দিন চঞ্চল, যুবনেতা নাদিম ভূইয়া জনি, বেনুপাড়া-কাকরকান্দি স্পেটিং ক্লাবের সহ সভাপতি জুলফিকার আলী প্রমুখ বক্তব্য রাখেন।
Leave a Reply