শেরপুর পৌরসভা নির্বাচনে জেলা আওয়ামীলীগের দলীয় প্রার্থী বাছায়ে তৃণমৃলের ভোটে জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. আনিছুর রহমান ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
শেরপুরে আনিছের নিকটতম প্রার্থী দলের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল ৩৩ ভোট এবং অপর প্রার্থী বর্তমান মেয়র ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া লিটন পেয়েছেন ২১ ভোট।
৩ ডিসেম্বর বৃহস্পতিবার শেরপুর শহরের জিকে পাইলট হাইস্কুলে সকাল ১১ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত তৃণমূলের ১০৮ জনের মধ্যে ১০৩ জন ভোটার ভোট দেন। এতে রিটানিং অফিসারের দায়িত্বে ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পিপি চন্দন কুমার পাল। এসময় জেলা আওয়ামীলীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন।চুড়ান্ত মনোনয়ন দিবে কেন্দ্র।
Leave a Reply