নজীব আশরাফকে সভাপতি ও জাহাঙ্গীর কবির জুয়েলকে সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত করে শনিবার সকালে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ময়মনসিংহ জেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। শনিবার ০৫ নভেম্বর শনিবার সকালে স্থানীয় আশিস মিলনায়তনে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ময়মনসিংহ জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও সিনিয়র ফটো সাংবাদিক নজীব আশরাফ এর সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
দীর্ঘ আলোচনা শেষে কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে আগামী ২০২০-২০২২ দুই বছর মেয়াদে ময়মনসিংহ জেলা শাখার কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সভাপতি, নজীব আশরাফ হোসেন, দৈনিক করতোয়া, সহ-সভাপতি, হাসনাতুল ইসলাম মিল্লাত, দৈনিক আলোকিত ময়মনসিংহ, সহ-সভাপতি, মজিবুর রহমান মিন্টু, অনিন্দ্য বাংলা (অনলাইন), সাধারণ সম্পাদক, জাহাঙ্গীর কবির জুয়েল, দৈনিক সময়ের আলো, যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ নূরুজ্জামান সেলিম, দৈনিক কালের কণ্ঠ, যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ হোসেন আলী, ক্যামেরাম্যান, সময় টিভি, সাংগঠনিক সম্পাদক, রঞ্জন মজুমদার শিবু, দৈনিক স্বদেশ সংবাদ, কোষাধ্যক্ষ, মোঃ জগলুল পাশা রুশো, দৈনিক প্রথম আলো, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, মেরাজ উদ্দিন বাপ্পী, দৈনিক আলোকিত বাংলাদেশ, দপ্তর সম্পাদক, মোঃ নূরুজ্জামান , ক্যামেরাম্যান, ’৭১ টিভি, প্রচার ও প্রকাশনা সম্পাদক, মোঃ মাসুদ রানা, এনটিভি, কার্যকরী সদস্য, এএইচএম মোতালেব, দৈনিক খবর, কার্যকরী সদস্য, মোঃ কামাল মিয়া, দৈনিক মাটি ও মানুষ, কার্যকরী সদস্য, মোঃ নাজিম উদ্দিন সাঈদ, ক্যামেরাম্যান, চ্যানেল আই, কার্যকরী সদস্য, মোঃ দেলোয়ার. হোসেন, ক্যামেরাম্যান, যমুনা টিভি, কার্যকরী সদস্য, মোঃ সায়েম আকন্দ, ক্যামেরাম্যান, সময় টিভি, কার্যকরী সদস্য, মোঃ আতাউর রহমান, দৈনিক সবুজ, কার্যকরী সদস্য, মোঃ আনোয়ার হোসেন, প্রথম আলো, কার্যকরী সদস্য, জাহাঙ্গীর আলম আকন্দ, দৈনিক আজকের বাংলাদেশ, কার্যকরী সদস্য, মোহাম্মদ আলী, দৈনিক নবকল্যাণ, কার্যকরী সদস্য, ফাহিম মোঃ শাকিল, দৈনিক লোকলোকান্তর।
Leave a Reply