নালিতাবাড়ী প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সামছুল হক হত্যা মামলার প্রধান আসামী আব্দুস সালামের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। আজ সোমবার (৭ডিসেম্বর) রিমান্ড শুনানি শেষে আসামী আব্দুস সালামের রিমান্ড মঞ্জুর করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আল-মামুন।
গত ২৫ নভেম্বর উপজেলার পশ্চিম কাপাশিয়া গ্রামে নিজ বাড়ীতে শামছুল হক(৮০) এর গলাকাটা লাশ দুই পাঁ বাঁধা অবস্থায় উদ্ধার করে পুলিশ। এরপর নালিতাবাড়ী থানায় বৃদ্ধার মেয়ে বাদী হয়ে আব্দুস সালামকে প্রধান আসামী করে ১৮ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করা হয়। এরপর বিভিন্ন যায়গায় পুলিশি অভিযানের মধ্যে গত ২ ডিসেম্বর রাতে এস আই আসিকুর রহমান, এস আই শাহিনুর ও এএসআই আতাউর ঢাকা মহানগর বাটারা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। নালিতাবাড়ী থানা পুলিশ আজ সোমবার আব্দুস সালাম কে জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতে ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
Leave a Reply