কেশবপুরে খলসেমারী বিলের অসাধু মৎস্য ঘের ব্যবসায়ী মোছাব্দি মোড়লের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরবার একটি লিখিত অভিযোগ করেছেন ঐ ঘেরের জমির মালিকগন। অভিযোগটি তদন্তের জন্যে উপজেলা মৎস্য অফিসারকে দায়িত্ব দিয়েছেন নির্বাহী অফিসার।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের খলশেমারী বিলের স্থানীয় ৫৯ জনের প্রায় ৬০ বিঘা জমি বিশিষ্ট মৎস্য ঘেরটি গত ২০১৫ সাল হতে ৫ বছরের জন্য মাছ চাষের জন্য লীজ প্রদান করেন সাতবাড়িয়া গ্রামের আফতাব মোড়লের ছেলে মোছাব্দি মোড়লকে। উক্ত ঘের মালিক জমির মালিকদেরকে ঠিকঠাকভাবে হারির টাকা পরিশোধ এবং জমির মালিকদের সাথে ভাল ব্যবহার করেন না বলে অভিযোগে উল্লেখ করেন। তাছাড়া উক্ত ঘেরের মেয়াদ শেষ হওয়ার পূর্বেই ঘের মালিক পেশী শক্তির বলে জমির মালিকদের ইচ্ছার বিরুদ্ধে পুনরায় ঘেরটি তার দখলে রাখতে নতুন করে স্টাম্পে স্বাক্ষর দিতে চাপ সৃষ্টি করছেন।
বিগত দিনের সকল বকেয়া পাওনা ফেরৎসহ যাতে নিজ নিজ দখল বুঝে আগামীতে জমিতে ধান চাষ করতে পারেন তার যথাযথ ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়ে অসাধু ঐ ঘের মালিকের বিরুদ্ধে গত ১৮-১০-২০ তারিখে উক্ত ঘেরের ৪০ জন জমির মালিক স্বাক্ষরিত উপজেলা নির্বাহী অফিসার বরাবার একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগটি তদন্তের জন্য নির্বাহী অফিসার উপজেলা মৎস্য অফিসারকে দায়িত্ব দেন।
এ ব্যাপারে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সজিব সাহা এই প্রতিনিধিকে জানান, অভিযোগের ভিত্তিতে গত ১৮-১১-২০২০ তারিখ জমির মালিক ও ঘের মালিককে তার দপ্তরে ডেকে উভয় পক্ষের মতামত গ্রহন করা হয়। নির্ধারিত সময়ের মধ্যেই তদন্তের সঠিক রিপোর্ট নির্বাহী অফিসারের নিকট জমা প্রদান করা হবে।
এ ব্যাপারে ঘের মালিক মোছাব্দি মোড়ল বলেন, প্রাকৃতিক দূর্যোগ ও বিভিন্ন প্রতিকুলতার কারনে গত ২ বছর ঘেরে চরম লোকসান হয়েছে। তাই আগামী ৫ বছরের জন্য তাকে ঘেরটি পুনরায় লীজ দেওয়ার জন্য জমির মালিকদেরকে অনুরোধ জানিয়েছি।।
Leave a Reply