কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নে ব্যাক্তিগত উদ্যোগে একটি জন গুরুত্বপূর্ণ রাস্তা নির্মাণ করে দিলেন পাঁজিয়া ইউনিয়নের উদীয়মান আওয়ামীলীগ নেতা বিশিষ্ট সমাজ সেবক জসিম উদ্দীন।
কেশবপুর উপজেলার নেপাকাটি গ্রামের মৃত শের আলী মজুমদারের পূত্র শহিদুল ইসলাম মজুমদার, মৃত ওসমান মোড়লের পূত্র আব্দুস সামাদ মোড়ল, মৃত বদরুদ্দিন মোল্যার পূত্র লুৎফর রহমান, আব্দুল হকের পূত্র শরিফুল ইসলাম, আব্দুর রউপের স্ত্রী বিউটি বেগম-সহ এলাকাবাসি জানান, নেপাকাটি টু-বাঁকাবর্শী সংযোগ রাস্তা দিয়ে উভয় পার্শ্বের ৩শত পরিবার সহ ঐ এলাকার শত শত মানুষ প্রতিদিন চলাচল করে থাকে। নেপাকাটি টু বাঁকাবর্শী সংযোগ রাস্তাটির দুই পাশ মজুমদার পুকুরে ভেঙ্গে পড়ে কয়েক বছর জনসাধারণের চলাচলে দারুণ ভাবে বিঘ্ন ঘটছিল। মটরসাইকেল, ইঞ্জিনভ্যান-সহ যাতায়াতের বিভিন্ন যানবাহন প্রায়ই ঐ পুকুরে পড়ে যেয়ে প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটে থাকে। নিরুপায় হয়ে অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে ঐ রাস্তায় চলাচল করে থাকে। এলাকাবাসির দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে পাঁজিয়া ইউনিয়নের উদীয়মান আওয়ামী লীগনেতা বিশিষ্ট সমাজসেবক জসিম উদ্দীন তাঁর নিজস্ব অর্থায়নে মঙ্গলবার রাস্তার উভয় পার্শ্বে পাইলিং করে রাস্তাটি নির্মাণ করেন। যার ফলে রাস্তাটির উভায় পার্শ্বের ৩ শত পরিবারসহ এলাকাবাসির চলাচলের সুবিধা হল।
রাস্তাটি নির্মাণ কাজ উদ্বোধন কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পাঁজিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন লাল্টু, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য আব্দুল হালিম, পাঁজিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সাজ্জাত হোসেন, যুগ্ম-আহ্বায়ক রুবেল হোসেন প্রমুখ।
এব্যাপারে পাঁজিয়া ইউনিয়নের উদীয়মান আওয়ামী লীগনেতা বিশিষ্ট সমাজসেবক জসিম উদ্দীন জানান, শতশত মানুষের অবর্ণনীয় দূর্ভোগের কথা চিন্তা করে আমি আমার নিজস্ব অর্থ দিয়ে জন গুরুত্বপূর্ণ রাস্তাটি নির্মাণ করে দিয়েছি।।
Leave a Reply