আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে নাটোরের নলডাঙা উপজেলায় ৫ নারীকে জয়িতা পুরস্কার এবং সংবর্ধনা প্রদান করা হয়েছে।
৯ ডিসেম্বর বুধবার দুপুরে উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিধি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লা আল মামুন । এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লা আল মামুন জয়িতাদেও হাতে সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট ও ফুলের তোড়া তুলে দেন।
৫ ক্যাটাগরিতে নির্বাচিত জয়িতারা হলো, অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী পল্লী সমাজের সদস্য মানোয়ারা বেগম , শিক্ষা ও চাকুর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী পল্লী সমাজের সভাপ্রধান সাবিনা ইয়াসমীন , সফল জননী পল্লী সমাজের সদস্য খোদেজা বেগম , নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা মোছাঃ শিল্পী খাতুন এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় পল্লী সমাজের সভাপ্রধান মোছাঃ আকলিমা বেগম ।
০৫ জন জয়ীতা ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির পল্লী সমাজ সংগঠনের সাথে সম্পৃক্ত।
এসময় মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শাহিনুর খাতুন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আঃ আলিম,মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা খাতুন সহ বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply