তৃতীয় দফায় পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩০ জানুয়ারি। এ দফায় ৬৪টি পৌরসভায় ভোট অনুষ্ঠিত হবে। এর মধ্যে শেরপুর জেলার নকলা ও নালিতাবাড়ী রয়েছে।
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর আজ সোমবার এই কথা জানান।
ইসি সচিব জানান, এ ধাপের সবগুলোতেই ব্যালটে ভোট হবে।ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন জমা দেয়ার শেষ তারিখ ৩১ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই ৩ জানুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহার ১০ জানুয়ারি। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সকাল ৮টা থেকে টানা বিকাল ৪টা পর্যন্ত।
Leave a Reply