বাংলাদেশ সরকারী মাধ্যমিক শিক্ষক সমিতি শেরপুর জেলা শাখার আয়োজনে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৫ ডিসেম্বর মঙ্গলবার সকালে শহরের থানা মোড়ে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি এ্যানি সুরাইয়া মিলোজ। সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুল হাসানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা মো. সাইফুল ইসলাম, ময়মনসিংহ বিভাগের নেতা আবু তারেক, মো. রেজুয়ান প্রমূখ।
বক্তারা এসময় বলেন, চিহিৃত দেশদ্রোহীদের প্রতিরোধ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে দেশকে এগিয়ে নেয়ার শপথ গ্রহন করেন। সমাবেশে জেলার বিভিন্ন সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply