নালিতাবাড়ী প্রতিনিধি
মহান বিজয় দিবস উপলক্ষে সোহাগপুর বিধবাপল্লীর জায়াদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকেলে শেরপুর জেলা পুলিশের আয়োজনে মধুটিলা ইকোপার্কের মহুয়া রেষ্ট হাউজে এ সংবর্ধনা দেওয়া হয়।
জানাগেছে,শেরপুর জেলার পুলিশ সুপার হিসেবে কাজী আশরাফুল আজীম যোগ দানের পর থেকেই নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর গ্রামের বিধবাদের সুখে দু:খে পাশে থেকেছেন। বাৎসরিক বিভিন্ন অনুষ্ঠান গুলিতে বিধবাদের জন্য উপহার সামগ্রী দিয়েছেন নিজ হাতে। এখন আশরাফুল আজীমকে বদলী করা হয়েছে গাজিপুর পুলিশ সুপার হিসেবে।তাই বিধবাদের নিয়ে সর্বশেষ সংবর্ধনা দিয়ে বিদায় নিলেন সকলের কাছ থেকে।
এ সময় উপস্থিত ছিলেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, ফেরদৌস আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম, ডিআইও-১ আবুল বাশার, সাংবাদিক এমএ হাকাম হীরা, সামেদুল ইসলাম তালুকদার, সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, ডিবির ওসি রুহুল আমীন তালুকদার, নালিতাবাড়ীর ওসি বছির আহমেদ বাদল, নকলার ওসি মুশফিকুর রহমান, ঝিনাইগাতীর ওসি ফায়েজুর রহমান, শ্রীবরদীর ওসি মোখলেছুর রহমানসহ সাংবাদিক ও পুলিশের বিভিন্নস্তরের কর্মকর্তাবৃন্দ।
বর্তমানে বেঁচে থাকা সোহাগপুরের ২৫ জন বিধবার হাতে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম সম্মাননা স্মারক, শাড়ী- চাদর, ২০ কেজি করে চাল, ৫ কেজি করে ডাল ও সাবানসহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন।
উল্লেখ্য, শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম গত ২০১৮ সালের জুন মাসে শেরপুর জেলার পুলিশ সুপারের দায়িত্ব পান। সম্প্রতি বাংলাদেশ পুলিশ তাকে গাজীপুর জেলার পুলিশ সুপার হিসেবে বদলী করে এক প্রজ্ঞাপন জারী করেন।
Leave a Reply