কেশবপুর শহর ও এর আশেপাশের এলাকায় কুকুর, বিড়াল ও হনুমানের কামড়ে বা আঁচড়ে গত এক বছরে কেশবপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিয়েছেন ৬৭৬ জন। গত এক মাসে কুকুর, বিড়াল, হনুমান ও বেজি সহ অন্যান্য বন্যপ্রানী দ্বারা আক্রান্ত ৬৪ জন এই হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। এই তথ্য জানান জরুরী বিভাগের ইনচার্জ ও উপ-সহকারী মেডিকেল অফিসার আনোয়ারুল ইসলাম।
জলাতঙ্কে আক্রান্ত কুকুরের কামড় খেয়ে টিকা না নিলে মানুষেরও জলাতঙ্ক রোগ হয়। একই সমস্যা হয় বিড়াল, হনুমান ও বেজি সহ অন্যান্য বন্যপ্রানীর কামড় বা আঁচড়ে। কামড় বা আঁচড়ে আক্রান্ত রোগী সকল বয়সের বলে জানান উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আশিকুর রহমান। চিকিৎসা সেবা নিতে আসা দিব্য ঘোষ বয়স ৭ বছর। সে কেশবপুর স্বর্ণ পট্রির বাসিন্দা। তাকে কুকুরে কামড় দিয়েছে বলে জানায়। কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে চিকিৎসা সেবা নিতে এসেছে তাহসিন (৫) গ্রাম বাউশলা।।
Leave a Reply