কেশবপুর উপজেলার ৭নং পাঁজিয়া ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বর মরহুম আকবার হোসেন আকুর ২য় মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে শুক্রবার বিকেলে স্থাণীয় ওয়ার্ডবাসীর আয়োজনে পাঁজিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রঙ্গনে এক স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে।
৯নং ওয়ার্ডের মেম্বর সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও মাহমুদুল হাসানের সঞ্চলনায় অনুষ্ঠিত স্মরনসভায় প্রধান অতিথি হিসেবে ব্ক্তব্য রাখেন ৭নং পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম মুকুল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম খাঁন, সাবেক চেয়ারম্যান ইয়ার মাহমুদ, পাঁজিয়া মনোজ-ধিরাজ একাডেমির পরিচালক আব্দুল হালিম, খুলনা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সিরাজুল ইসলাম, বক্তব্য রাখেন তাপস মজুমদার, শ্রমিক নেতা আশুতোষ বিশ্বাস ও মরহুম আকবারের স্ত্রী নেকজান বিবি প্রমুখ।
অনুষ্ঠানে দোওয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা বিল্লাল হোসেন।।
Leave a Reply