নাটোরের নলডাঙায় ব্র্যাকের সহায়তায় নির্যাতনের শিকার গৃহবধূ কে পুর্নবাসন করা হয়েছে। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উদ্যোগে সোমবার(২৮ ডিসেম্বর) নির্যাতিত ওই নারীকে নগদ অর্থ দিয়ে সহায়তা করা হয়।
আজ সকালে নাটোরের নলডাঙা ব্র্যাক অফিসে নির্যাতিতা গৃহবধূ এলেকা কে ৮০০০ টাকার সিটকাপড় কিনে পুর্নবাসন সহায়তা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ব্যবস্থাপক মোঃ সেলিম মিয়া,নাটোর আরও,বিএম (দাবি) মোঃ আবু জাফর, নলডাঙা এরিয়া অফিস এ্যাকাউন্স অফিসার মোঃ শামিম, পল্লী সমাজের সভাপ্রধান মোছাঃ সালেহা বেগম সার্বিক ভাবে সহযোগীতা করেন সিইপি নলডাঙা প্রতিনিধি মোছাঃ রোজিনা আক্তার।
Leave a Reply