ঝিনাইগাতীতে কৃষকের ৫ শতাংশ জমির আলু ক্ষেত কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটে ২৯ ডিসেম্বর মঙ্গলবার রাতে উপজেলার কাংশা ইউনিয়নের পানবর গ্ৰামে।
জানাগেছে ওই গ্ৰামের কৃষক দুলাল মিয়া চলতি মৌসুমে ৫০ শতাংশ জমিতে গুল আলু ও পাশাপাশি জমিতে সরিষার আবাদ করেন। ইতি মধ্যেই আলু ও সরিষার গাছগুলো উপযুক্ত হয়ে উঠেছে, ঘটনার রাতে দুর্বৃত্তরা প্রায় ৫ শতাংশ জমির আলু গাছ ও কিছু সরিষার গাছ কেটে ফেলে। এতে কৃষক দুলাল মিয়ার অপরনিয় ক্ষতি সাধিত হয়। দুলাল মিয়া জানান এ জমির উপর রোপিত আলু ক্ষেতটি তার পরিবারের সদস্যদের জিবীকা নির্বাহের এক মাত্র অবলম্বন। দুর্বৃত্তরা আলু ক্ষেতটি কেটে দেয়ায় তিনি এখন দিশেহারা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তা হুমায়ূন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে কৃষক দুলাল মিয়াকে আইনি সহায়তা গ্ৰহনে পরামর্শ দেয়া হয়েছে।
Leave a Reply