নালিতাবাড়ী প্রতিনিধি
তৃতীয় দফায় আগামী ৩০ জানুয়ারি পৌরসভা নির্বাচনকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী আবু বক্কর সিদ্দিক মনোনয়ন পত্র দাখিল করেছেন।
বুধবার(৩০ ডিসেম্বর)দলীয় নেতাকর্মীদের নিয়ে উপজেলা নির্বাচন অফিসে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্ণিং কর্মকর্তা শানিয়াজ্জামান তালুকদারের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন জমা দেয়ার শেষ তারিখ ৩১ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ৩ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার ১০ জানুয়ারি। এ ধাপের ৬৪ টি পৌরসভায় সবগুলোতেই ব্যালটে ভোট হবে।
এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো.বিল্লাল হোসেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা জিয়াউল হোসেন,সাধারণ সম্পাদক মো.ফজলুল হক,যুগ্ন সাধারণ সম্পাদক যোগেন রায়, মো.ওয়াজ কুরুনী,সাংগঠনিক সম্পাদক মো.ফারুক আহাম্মেদ বকুল,কোষাধ্যক্ষ গোপাল চন্দ্র সরকার,প্রচার সম্পাদক মো.সুরুজ্জামান সুরুজ,এডভোকেট গোলাম কিবরিয়া ভুলু,শহর আওয়ামীলীগের সভাপতি মো.হাবিবুর রহমান দিপু,য়ুবলীগের আহবায়ক জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply