ধর্ষণকারীকে কোন অবস্থাতেই ছাড় দেওয়া হবে না।ধর্ষণ প্রমাণিত হলে অপরাধি যেখানেই থাক পুলিশ ধরে আনবেই বলেছেন শেরপুরের নবাগত পুলিশ সুপার মো: হাসান নাহিদ চৌধুরী। তিনি আজ ৩১ ডিসেম্বর দুপুরে পুলিশ সুপারের সভাকক্ষে অনুষ্ঠিত জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এসব কথা বলেন।
তিনি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে পুলিশ সুপার গণমাধ্যম কর্মীদের সহয়তা চান।মাদক নিয়ন্ত্রণ, ইভটিজিং, পরিবহন সেক্টরে অস্থিরতা,শহরে যানযট নিরসন, ক্রিকেট জুয়া, পাথর পাচার রোধসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির বাইরেও এখানে পুলিশের অনেক সামাজিক ভুমিকা রাখার সুযোগ রয়েছে। সেই অর্থে নিজ জেলার উন্নয়নে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে। তথ্য দিয়ে সহায়তা করে পুলিশের কাজে সাংবাদিকদের অবদান রাখার কথা তুলে ধরেন হাসান নাহিদ চৌধুরী ।
সভায় শেরপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ ,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(সার্কেল) আমিনুল ইসলাম, সদর থানার ওসি আব্দুলাহ আল মামুন, ডিআইও ওয়ান আবুল বাশার সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।এসময় এর আগে নবাগত পুলিশ সুপারকে শেরপুর প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানােনা হয়।
Leave a Reply