নালিতাবাড়ী প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে ট্রাকচাপায় পথচারী সূবর্ণা(০৮)নামে এক কন্যাশিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বেলা পৌণে বারোটার দিকে উপজেলার পাঁচগাঁও বাজারে নালিতাবাড়ী-শেরপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সূবর্ণা ওই এলাকার হোসেন আলীর কন্যা।
স্থানীয় সূত্র জানায়, বেলা পৌণে বারোটার দিকে পাঁচগাঁও বাজারের তিন রাস্তা মোড়ে হাটছিলো পাঁচগাঁও বাজার এলাকার হোসেন আলীর কন্যাশিশু সূবর্ণা। এসময় শেরপুর থেকে নালিতাবাড়ীগামী একটি খালি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মাথ থেতলে গিয়ে প্রাণ হারায় শিশু সূর্বণা। ট্রাকটি সন্নাসীভিটা (চেল্লাখালী) বাজারে আটক করেছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। চালক মুহুর্তেই পালিয়ে যায়। পরে পুলিশ ট্রাকটিকে অাটক করে থানায় নিয়ে অাসে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনাস্থলে নালিতাবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অামিনুল ইসলাম উপস্থিত হয়ে সুবর্ণার বাবা রিক্সা চালক হোসেন অালীকে শান্তনা দিয়ে হাতে পাঁচ হাজার টাকা দিয়ে লাশ দাফনের ব্যবস্থা করতে বলে অাসেন।
Leave a Reply