আজ ৩০ জানুয়ারি বুধবার বিকেলে চার ইটভাটা পরিবেশ আইন না মানায় প্রত্যেককে দুইলাখ টাকা করে মোট ৮ লক্ষ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এই খবর নিশ্চিত করেছেন শেরপুর জেলা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা রাসেল নোমান। ইটভাটা গুলো হলো সদর উপজেলার আরিফা ব্রীক,জিহান ঝিকঝাক ব্রকি-৪ শ্রীবরর্দী উপজেলার সততা ব্রীক ও মদিনা ব্রীক। এই জরিমানা করেন ময়মনসিংহ বিভাগের পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াছমিন।
জানা গেছে ওই ইটভাটা গুলি পরিবেশ আইনের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন(নিয়ন্ত্রণ)আইন ২০১৩ সংশোধিত ২০১৯ এর বিভিন্ন ধারা লংঘন করে ইট নির্মান করে আসছিলেন।শেরপুর জেলা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা জানিয়েছেন এই অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply