নালিতাবাড়ী প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা ছাত্রলীগ সকাল সাড়ে ১০টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
বিকেলে ছাত্রলীগের চেয়ারম্যান সড়কে দলীয় অফিস থেকে একটি বর্ণাঢ্য বিশাল র্যালী নিয়ে পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষীণ করে আবার দলীয় অফিসে এসে র্যালীটি শেষ হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা শেষে সন্ধায় কেক কেটে জন্মদিন পালণ করা হয়। এ সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি হাফিজুর রহমান,সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনোয়ারুল সহ উপজেলা ছাত্রলীগের সকল নেতাকর্মী ছাড়াও জেলা ছাত্রলীগের নের্তৃবৃন্ধ উপস্থিত ছিলেন।
Leave a Reply