সোমবার বিকালে কেশবপুর উপজেলার ১০নং সাতবাড়িয়া ইউনিয়নে উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্তের সভাপতিত্বে বাংলাদেশ কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিতহয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের বার বার নির্বাচিত সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ এস এম রুহুল আমিন, প্রধান বক্তা হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগের যশোর জেলার সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ নাহিদ হাসান, সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক জি এম হাসান, যুগ্ন আহ্বায়ক খলিলুর রহমান, চেয়ারম্যান সামসুদ্দীন দফাদার, নব নির্বাচিত কমিটির সভাপতি নওশের আলী ও সিরাজুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা আক্তার নাহিদ, বিথিকা বসু, সাতবাড়িয়া ইউনিয়ন মহিলা নেত্রী তাহমিনা খাতুন, আওয়ামী লীগ নেতা পৌরসভার কাউন্সিলর প্রার্থী আবু কালাম, কাউন্সিলর প্রার্থী হাবিবুর রহমান, আওয়ামী লীগ নেতা আব্দুস সবুর, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলী, বিদ্যানন্দকাটি ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক ইব্রাহিম হোসেন, আব্দুল খালেক, মফিজুর রহমান নান্টু, ইউসুফ আলী মোল্লা সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা লীগের নেতাকর্মীরা।
সম্মেলন শেষে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা নওশের আলীকে সভাপতি ও জাহিদুল ইসলাম কে সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করেন।।
Leave a Reply