কেশবপুরের সাগরদাঁড়িতে ৩শত বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীর মাঝে ভাতার বই বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্তর সভাপতিত্বে ও যুবলীগ নেতা মামুন হোসেনের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। বিশেষ অতিথির বক্তব্য দেন কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, বক্তব্য দেন যশোর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা ও পৌর আওয়ামী লীগের সভাপতি মেয়র রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রেজাউল ইসলাম এবং যশোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহামুদ হাসান বিপু।
পরে এমপি শাহীন চাকলাদার সাগরদাঁড়িতে অনুষ্ঠিত মহাকবি মাইকেল মধুসূদন স্মৃতি সংসদ আয়োজিত ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধন করেন।
Leave a Reply