নালিতাবাড়ী প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা শাখার অফিস উদ্ধোধন করা হয়েছে। আজ শনিবার(০৯ জানয়ারি)সকালে নালিতাবাড়ী বাজারে অফিস উদ্ধোধন করেন জেলা সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা।
জানাগেছে,সকাল ১১ টার সময় উপজেলার নালিতাবাড়ী বাজারে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিও শেরপুর জেলা শাখার অফিস উদ্ধোধনের পর আলোচনা ও গঠনতন্ত্র পাঠ করা হয়। গঠনতন্ত্র পাঠ করেন জাতীয় প্রেসক্লাবের সদস্য হুমায়ুন মুজিব। এবং আগামী ৩০ জানুয়ারি নালিতাবাড়ী পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থীকে নৈতিক সমর্থন দেওয়া হয়। সবশেষে শেরপুর জেলা শাখা কমিটির একবছর পূর্তি উপলক্ষে কেককাটা হয়।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির শেরপুর জেলার সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার সভাপতিত্বে অতিথি হিসেবে জেলা সদস্য হুমায়ুন কবীর খোকন,চম্পা রাণী,রীতা রাণী,আলমাস শেখ ও নকলা উপজেলা থেকে সামেদুল ইসলাম,রুমান মিয়া,ফজল মিয়া এবং নালিতাবাড়ী উপজেলা ক্ষেত মুজুর ইউনিয়নের সভাপতি আবদুল হালিম,সাধারণ সম্পাদক হাবিুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply