নালিতাবাড়ী প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ী পৌরসভা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সুরঞ্জিত সরকার বাবলুকে কাউন্সিলর ঘোষণা করা হয়েছে। সোমবার(১১ জানুয়ারি) জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা শানিয়াজ্জামান তালুকদার বেসরকারিভাবে সুরঞ্জিত সরকার বাবলুকে কাউন্সিলর পদে নির্বাচিত ঘোষণা করেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগামী ৩০ জানুয়ারি নালিতাবাড়ী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নয়টি ওয়ার্ডে মোট ভোটার বাইশ হাজার ১৩৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার দশহাজার ৬৩১জন এবং মহিলা ভোটার এগারো হাজার ৫০২ জন। মেয়র পদে দু্ইজন, সাধারণ কাউন্সিলর পদে ৩৫ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রাথী।
৪নং ওয়ার্ডে সাধারন কাউন্সিলর পদে সুরঞ্জিত সরকার বাবলু ও কামরুজ্জান মনোনয়ন পত্র জমা দেন। কিন্তু কামরুজ্জান কামু গতকাল রবিবার তার প্রার্থীতা প্রত্যাহার করে নেন। ফলে এই ওয়ার্ডে আর কোনো প্রার্থী না থাকায় সুরঞ্জিত সরকার বাবলুকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হয়েছে। সুরঞ্জিত সরকার বাবলু তৃতীয় বারের মত কাউন্সিলর নির্বাচিত হলেন।
Leave a Reply