কেশবপুরে ওজন কম দেওয়ায় ভোক্তা অধিকার আইনে এবং নোংরা পরিবেশের জন্য শহরের ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার এবং চিংড়া মিষ্টান্ন ভান্ডার এন্ড হোটেলকে ৮০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সূত্রে জানা গেছে মঙ্গলবার দুপুরে কেশবপুর পৌর শহরের ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার ও চিংড়া মিষ্টান্ন ভান্ডার এন্ড হোটেলকে ওজনে কম দেয়া এবং হোটেলে নোংরা পরিবেশ থাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা বলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা সরেজমিন ২ মিষ্টান্ন ব্যবসায়ীকে জরিমানা করেন। ওজনে কম দেওয়া সহ পরিস্কার পরিছন্ন না থাকার বিষয়টি নিশ্চিত হয়ে চিংড়া মিষ্টান্ন ভান্ডার এন্ড হোটেলের মালিক নবকুমার সরকারকে ৫০০০ (পাঁচ হাজার) টাকা ও ভাগ্যকুলের মালিক উদয় দত্তকে ৩০০০ (তিন হাজার) টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালত বসিয়ে ভোক্তা অধিকার আইন ২০১৮ এর ২৪ ধারায় ওজনে কারচুপি করা ও ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৩ ধারায় ২ প্রতিষ্ঠানকে মোট ৮০০০ (আট হাজার) টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের খুলনা অফিসের পরিদর্শক মাইনুদ্দিন, ভূমি অফিসের পেশকার মোঃ ফারুক হোসেন অফিস সহায়ক জুলফিকার হাসান ও এ এস আই তরিকুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স।
Leave a Reply