নালিতাবাড়ী প্রতিনিধি
তৃতীয় ধাপে ৩০ জানুয়ারি পৌরসভা নির্বাচনকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে বিএনপি’র মেয়র প্রার্থী মো.আনোয়ার হোসেন নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। গতকাল বুধবার(২৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার সময় প্রার্থীর গড়কান্দা নিজ বাড়ীতে তিনি ইশতেহার ঘোষণা করেন।
মেয়র প্রার্থী ইশতেহার পাঠকালে ১৯ টি নির্বাচনী অঙ্গীকার ঘোষণা করেন। এরমধ্যে উল্লেখযোগ্য ঘোষনা হলো,পৌরসভাকে প্রথম শ্রেণিতে উন্নীত করা,স্থানীয় শহীদ মিনার আধুনিকীকরন ও পৌর অডিটরিয়াম নির্মাণ করা,তারাগঞ্জ মধ্য বাজার ও নালিতাবাড়ী বাজার এবং দক্ষিণ বাজারে বহুতল বিশিষ্ট পৌর মার্কেট নির্মাণ করা হবে,শহরের জলাবদ্ধতা দুরী করণে আরসিসি ড্রেন নির্মাণ করা হবে,এবং রাস্তা প্রশস্ত করা হবে যাতে এ্যম্বুলেন্স সহ যানবাহন প্রবেশ করতে পারে,প্রত্যেক ওয়ার্ডে কাউন্সিলরদের জন্য কার্যালয় স্থাপন করা হবে,শহরের সবগুলো প্রবেশ পথে ট্রাফিক বক্স নির্মাণ করা হবে,পানি শোধনাগার স্থাপন করে ওভার হেড ট্যাংকের মাধ্যমে ২৪ ঘন্টা পানি সরবরাহ করা হবে,বিভিন্ন স্থানে ডাস্টবিন স্থাপন করে রাতের বেলা শহর পরিস্কার,বর্জ্য অপসারণ ও প্রধান সড়ক গুলোতে ওয়াটার ট্যাংকের মাধ্যমে পানি স্প্রে করা হবে,বিনোদনের জন্র পৌরপার্ক নির্মাণ করা হবে,প্রতিবছর কৃতি শিক্ষার্থীদের পৌরসভার পক্ষ থেকে সংবর্ধনার ব্যবস্থা করা হবে এবং উচ্চ শিক্ষায় আগ্রহীদেও আর্থিক সহায়তা করা হবে,যুব সমাজকে মাদক,সন্ত্রাস ওঅন্যান্য অসামাজিক কাজ থেকে রক্ষার জন্য খেলাধুলার ব্যাবস্থা করা হবে,শিক্ষার্থীদের জ্ঞান চর্চা,সাহিত্য ও পত্রিকা পাঠের সুবিধা সহ চাকুরী অবসর প্রাপ্তদেও জন্য অবসর কেন্দ্র স্থাপন করা হবে, পৌরসভার পক্ষ হতে একটি মাসিক সাহিত্য পত্রিকা প্রকাশ করা হবে,একটি স্থায়ী কোচ ও ট্রাক ষ্ট্যন্ড করা হবে, ভাগাই নদীতে বিনোদনের জন্য স্পীড বুট ও নৌকার ব্যবস্থা করা হবে, গোরস্থান গুলোকে বড় কওে পৌর গোরস্থান করা হবে, সবশেষে তিনি বলেন,৩০ জানুয়ারি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে পৌরনাগরিক সুবিধা বৃদ্ধির জন্য কাজ করতে চাই।
উপজেলা বিএনপি’র আহবায়ক নুরুল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখে,সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ আলী, যুগ্ম আহবায়ক ইউনুছ আলী দেওয়ান, দুলাল হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন, বিএনপি নেতা হুমায়ুন কবির, ছাত্রদল নেতা সাইদুল ইসলাম প্রমুখ। এ অলোচনা সভাটি সঞ্চালনা করেন জাহাঙ্গীর হেসেন। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নয়টি গঠিত নালিতাবাড়ী পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২২ হাজার ১৩৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৬৩১ এবং মহিলা ভোটার ১১ হাজার ৫০২ জন। মেয়র পদে আওয়ামীলীগের আবু বক্কর সিদ্দিক ও বিএনপির মো.আনোয়ার হোসেন। সাধারণ কাউন্সিলর পদে ৩৫ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন।
Leave a Reply