নালিতাবাড়ী প্রতিনিধি
তৃতীয় ধাপে আজ শনিবার (৩০ জানুয়ারি) শেরপুরের নালিতাবাড়ী পৌরসভা নির্বাচনে নির্বাচন অফিস থেকে ঘোষিত মেয়র সহ সকল কাউন্সিলরদের ফলাফল।
মেয়র পদে মো.আবু বক্কর সিদ্দিক (নৌকা মার্কা)১২ হাজার ৯৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মো.আনোয়ার হোসেন(ধানের শীষ মার্কা) ২ হাজার ৪২৩ ভোট পেয়েছেন।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর ০১ নং আসনে মালা রানী সাহা(জবা ফুল মার্কা) ২ হাজার ৮৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মোছা.রেনুয়ারা বেগম(চশমা মার্কা) পেয়েছেন ২ হাজার ৪৩৩ ভোট। ০২ নং আসনে মোছা.পারভীন(অটোরিক্সা মার্কা) ১ হাজার ৬৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মোছা.রুপালী(চশমা মার্কা)পেয়েছেন ১ হাজার ৪৫৪ ভোট। ০৩ নং আসনে রোমেছা বেগম ললিতা(চশমা মার্কা) ১ হাজার ৩৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মোছা.তাছলিমা খাতুন(বলপেন মার্কা) ১ হাজার ৩১২ ভোট পেয়েছেন।
সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডে মো.বকুল মিয়া(ব্রিজ মার্কা) ৭০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মো,বাদশা মিয়া(পাঞ্জাবি মার্কা) ৬৫৭ ভোট পেয়েছেন। ০২ নং ওয়ার্ডে মো.জালাল উদ্দিন(ডালিম মার্কা) ৬৩৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মো.আরফান আলী(গাজর মার্কা) ৪১৬ ভোট পেয়েছেন। ০৩ নং ওয়ার্ডে মো.নজরুল ইসলাম(উটপাখি মার্কা) ৫৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী খালেক সরকার(পানির বোতল মার্কা) ৫৫৮ ভোট পেয়েছেন। ০৪ নং ওয়ার্ডে বিনা প্রতিদ্ব›দ্বীতায় সুরঞ্জিত সকার বাবলু আগেই নির্বাচিত। ০৫ নং ওয়ার্ডে মো. আনোয়ার হোসেন(উটপাখি মার্কা) ৮২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মো.মোস্তাক আহমেদ(পানির বোতল মার্কা) ৬১২ ভোট পেয়েছেন। ০৬ নং ওয়ার্ডে মো.শফিকুল মোকরেজ(পাঞ্জাবি মার্কা) ১ হাজার ২৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মো.সাইফুল ইসলাম(উটপাখি মার্কা) ৭২৯ ভোট পেয়েছেন। ০৭ নং ওয়ার্ডে মো.মোরাদ হোসেন টেটন(পানির বোতল মার্কা) ৩৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মো. মেহেদি হাছান সোহেল(উটপাখি মার্কা) ৩০৬ ভোট পেয়েছেন। ০৮ নং ওয়ার্ডে মো.জহুরুল হক(পানির বোতল মার্কা) ৯২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মো. মোজাম্মেল হক(পাঞ্জাবি মার্কা) ২৩৫ ভোট পেয়েছেন। ০৯ নং ওয়ার্ডে মো.সোলায়মান(পাঞ্জাবি মার্কা) ৪৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মো.সুরুজ্জামান(পানির বোতল মার্কা) ৩৪৯ ভোট পেয়েছেন।
নয়টি গঠিত নালিতাবাড়ী পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২২ হাজার ১৩৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৬৩১ এবং মহিলা ভোটার ১১ হাজার ৫০২ জন।
নির্বাচনে ১৫ হাজার ৫৬৯ ভোট কাষ্টিং হয়েছে। বৈধ ভোট ১৫ হাজার ৩৮১ এবং বাতিল হয়েছে ১৮৮ ভোট।
মেয়র পদে ২ জন। সাধারণ কাউন্সিলর পদে ৩৫ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করেছেন।
Leave a Reply