সব জল্পনা কল্পনাকে মিথ্যে প্রমান করে আগামী ২৮ ফেব্রুয়ারি যশোরের কেশবপুর পৌরসভা নির্বাচনে নৌকার মনোনয়ন পেয়েছেন রফিকুল ইসলাম মোড়ল। ক্ষমতাসীন আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশায় তিনজন প্রার্থী দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন।
নির্বাচনে আওয়ামীলীগের নৌকার প্রার্থী কে হচ্ছেন তা নিয়ে ছিল নানা গুঞ্জন ও আলোচনা। ১৯ জানুয়ারি নির্বাচন কমিশন থেকে কেশবপুর পৌরসভা নির্বাচনের তফশিল ঘোষণা করে। তফসিল মোতাবেক ২৮ ফেব্রুয়ারি এখানে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র যাচাই বাছাই ৪ ফেব্রুয়ারি, ১১ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহার, ১২ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ, ২৮ ফেব্রুয়ারি ইভিএমে নির্বাচন অনুষ্ঠিত হবে।
আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে আবেদন করেছিলেন কেশবপুর পৌরসভার বর্তমান মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম, কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা এবং পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্মআহ্বায়ক এড. মিলন মিত্র। এ তিন মনোনয়ন প্রত্যাশীর মধ্যে সদ্য সাবেক পৌর মেয়র জনাব রফিকুল ইসলাম মোড়ল বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়েছেন। বর্তমান কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম ৫ বছরে পৌরসভাকে নান্দনিক রূপ দিয়েছেন। পৌরসভায় অভূতপূর্ব উন্নয়ন করেছেন। যা বিগত যে কোন উন্নয়নের চেয়ে বেশি। পৌরসভার প্রতিটা সেক্টরে দৃশ্যমান উন্নয়ন হয়েছে তাই মনোনয়নের যোগ্য দাবিদার তিনি ছিলেন।
রফিকুল ইসলাম মোড়ল বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়েছেন খবর পেয়ে এলাকায় খুশির জোয়ার বইছে, চলছে মিষ্টি বিতরন। খুশির খবরে কেশবপুর আওয়ামীলীগের কার্যালয় হতে পৌর আওয়ামীলীগের উদ্যোগে একটি আনন্দ মিছিল বের হয়।
Leave a Reply